ধুনটের উল্লেখযোগ্য নদী বাঙ্গালী, যমুনা। ধুনট উপজেলা টি বাঙ্গালী নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। বাঙ্গালী উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। বাঙ্গালী দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি বগুড়া সারিয়াকান্দি উপজেলা দিয়ে সিরাজগঞ্জ জেলায় প্রবাহিত হয়েছে । এক সময় বাঙ্গালী ও যমুনা নদী ছিল ধুনট উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে বাঙ্গালী,যমুনা নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া ভান্ডারবাড়ী ইউনিয়নে বেড়ী বাধ দেয়া হয়েছে। এই নদী দুই পানী দিয়ে কৃষিকাজ করা হয়। এই দুইটি নদীতে অনেক মাছ পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS