Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জুন ২০১৪ মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণি :

 

 

সভাপতি      :  এ,কে,এম তৌহিদুল আলম মামুন

                         চেয়ারম্যান

                         উপজেলা পরিষদ

                         ধুনট,বগুড়া।

সভার স্থান       :  উপজেলা পরিষদ সভা কক্ষ ।

তারিখ            : ২৬ জুন ২০১৪খ্রিঃ

সময়              :  সকাল ১১-০০ ঘটিকা।

(উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরিশিষ্ট “ক”)

 

সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। অত:পর সভাপতি অনুমতিক্রমে উপজেলা নির্বাহি অফিসার সভায় আলোচ্য সূচি অনুযায়ী বিষয়বস্ত উপস্থাপন করেন।

 

১। পূর্ববর্তি সভার কার্যবিবরণি পাঠ ও অনুমোদন।

সিদ্ধান্ত : কার্য-বিবরণি যথাযথভাবে লেখা হয়েছে মর্মে তা দৃঢ়করণ করা হয়।

২। আর্থিক বিষয়াবলি :                                                                         

ক) উপজেলা রাজস্ব তহবিল:                                                                   স্থিতি

১। উপজেলা রাজস্ব তহবিল (বাসা ভাড়া) :                                             ৪,৪৩,১০৩/-

২। উপজেলা রাজস্ব বিবিধ তহবিল (দোকান ভাড়া)                                    ৫,৩১.৬৩৩/-

খ) উন্নয়ন তহবিল সংক্রান্ত :

১। উপজেলা পরিষদ রাজস্ব উন্নয়ন তহবিল :                                           ১,৫৭,৩৬৮/-

৩। উন্নয়ন সমন্বয় হস্তান্তরিত বিভাগ :

(১) উপজেলা প্রকৌশল অফিস : ২০১৪-২০১৫ অর্থ বছরে এডিপি প্রথম কিস্তি বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প কমিটি পরিশিষ্ট ”ক”।

(২) উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিস : উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সভায় জানান উপ-স্বাস্থ্য কেন্দ্রের সং ৪ টি, িএফ,ডাব্লু, সি: ৫টি সিসি (চালুকৃত) ৩২ টি।মে ১৪ ইং মাসে আন্ত: বিভাগে ১০২৪ জন, জরুরী বিভাগে ৮২২ জন ও উপজেলার ৩২ টি সিসিতে ১৬২০১ জন রোগী কে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ইউজার ফি চালু আছে। উপজেলার ০৫ ဣ এফ,ডাব্লু,সি, ০৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৩২ টি সিসিতে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গত ৪/০৫/২০১৪ ইং হতে ১০/০৫/২০১৪ ইং পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপজেলার ৪৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ হাজার শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট মেবেনডাজন-৫০০ মি:গ্রা: খাওয়ানো হয়েছে। গত ১০/০৬/২০১৪ ইং হতে ১৫/০৫/২০১৪ ইং পর্যন্ত আর্সেনিক রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারিদের ওরিয়েনটেশন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধান্ত : ১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সু-চিকিৎসা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

           ২। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তাকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত করার জন্য অনুরোধ করা হয়।

                  

৩। উপজেলা কৃষি অফিস : উপজেলা কৃষি অফিসার সভায় জানান, তার বিভাগের বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।

৪। উপজেলা যুব উন্নয়ন অফিস : উপজেলা যুব উন্নয়ন অফিসার সভায় জানান,যুব উন্নয়ন অধিদপ্তর,ধুনট,বগুড়া কার্যালয়ের পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির মোট বরাদ্দের পরিমান=২৯,৯৫,৪৬৫/-, অক্টোবর ১২ মাসে চলমান আদায়যোগ্য টাকার পরিমান=২,৪৫,৮০০/-, আদায়কৃত টাকার পরিমান=২,০০,৩২০/-, আদায়ের হার ৮১.৪৯% ক্রমপুঞ্জিত আদায়যোগ্য টাকার পরিমান=২,৮৮,৭৪,০৫৫/-, আদায়কৃত টাকার পরিমান=২,৭৮,৪৮,৯০৮/-, আদায়ের হার ৯৬.৪৪%, মোট ঋণ গ্রহীতার সংখ্যা ৩০৩০ জন। আত্বকর্মসংস্থান কর্মসূচির মোট বরাদ্দের পরিমান=২৩,১৮,৮০০/-, অক্টোবর ১২ মাসে চলমান আদায়যোগ্য টাকার পরিমান=৮১,৫৬১/-, আদায়কৃত টাকার পরিমান=২৬,৩০০/-, আদায়ের হার ৩২.২৪%, ক্রমপুঞ্জিত আদায়যোগ্য টাকার পরিমান=১,১৬,৯৬,৭৪৯/-, আদায়কৃত টাকার পরিমান=১,০০,৪৮,৯৯৮/-, আদায়ের হার ৮৫.৯১%, মোট ঋণ গ্রহীতার সংখ্যা=৭৯০ জন। ভ্রাম্যমান প্রশিক্ষনার্থীর সংখ্যা ৪২২১ জন অফিসের অন্যান্য কার্যক্রম যথারীতি চলছে।

সিদ্ধান্ত : ঋণ আদায় কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হয়।

৫) উপজেলা মহিলা বিষয়ক অফিস : উপজেলা মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি সভায় জানান,তার বিভাগের বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।

৬) উপজেলা মৎস্য অফিস : উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে. মৎস্য বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। তিনি আরো জানান যে, মৎস্য চাষিদের পুকুর পরিদর্শন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে ও হাটে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয় না করার জন্য এবং ফরমালিনের ব্যবহার রোধে ও পরিদর্শন করা হচ্ছে।

সিদ্ধান্ত : পিরানহা মাছ বাজার জাতকরণ ও মাছে ফরমালিন ব্যবহার রোধ কল্পে হাটে বাজারে অভিযান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

৭) উপজেলা সমাজ সেবা অফিস : উপজেলা সমাজসেবা অফিসার সভায় জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে মন্ত্রী পরিষদ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয় হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ভাতা ভোগীদের ডাটা ব্যাজ হাল নাগাদ তালিকা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া এসিড দগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধী পুনবাসন কার্যক্রমের ২৬,২৫০/- এবং পল্লী সমাজ সেবা (আর এস এস) কার্যক্রমের ৫,৫০০/- টাকা আদায় করা হয়েছে। তার বিভাগের বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।

৮) উপজেলা প্রাণিসম্পদ অফিস : উপজেলা প্রাণি সম্পদ অফিসার সভায় জানান অত্র উপজেলার ১০টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভা বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকায় গবাদি প্রাণিতে ৫১৬ মাত্রা হাঁস মুরগীতে ৯১০০ মাত্রা টিকা প্রদান, ৯৬৭ টি গবাদি প্রাণিকে চিকিৎসা, ৮০১০ টি হাঁস মুরগীকে চিকিৎসা প্রদানসহ ৭৭৪ টি গাভী/বকনাকে কৃত্রিম প্রজনন করা হয়। তিনি সভায় আরো জানান যে, প্রাণি সম্পদ বিভাগের অন্যান্য কার্যক্রম যেমন গবাদি প্রাণি পাখির খাবার স্থাপন, ঘাসের খামার স্থাপন,কৃষক প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। সভায় আরো জানান যে, অত্র উপজেলার মোরক মুরগি প্রভিয়ান ইনফ্লুয়েনজা (বাডফ্লু) প্রতিরোধ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ধুনট,বগুড়া এর সকল কর্মকর্তা ও মাঠ সহকারিদের সমন্বয়ে নজরদারী ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া গবাদি প্রাণিতে তড়কা ও ক্ষুরা রোগ প্রতিরোধ টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রছেছে। তিনি সভায় গবাদি প্রাণির তরকা  ও মোরক মুরগির এভিয়ান ইনফ্লুয়েনজা (বার্ডফ্লু) রোদ প্রতিরোধ সভায় উপস্থিত সকল সম্মনিত সদস্যগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্ত : গবাদি প্রাণির রোগ প্রতিরোধ বিষয়ে সজাগ থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়।

৯) উপজেলা পরিবার পরিকল্পনা অফিস : সভায় অনুপস্থিত।

১০) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস : উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান ২০১২-২০১৩ অর্থ বছরের গ্রামিণ অবকাঠামো (টি,আর) কর্মসূচির আওতায় ১ম পর্যায়ে সাধারণ খাতের ১০ টি ইউপি ৬৬ টি প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫২.৪৯১২ মে: টন চাল বরাদ্দ পাওয়া যায়। উক্ত ৬৬ টি প্রকল্পের মধ্যে ৪৫ টি প্রকল্পের প্রকল্প চেয়ারম্যানকে ১ম কিস্তিতে ৫৩.০০০০ মে: টন চাল প্রদান করা হয়েছে। নির্বাচনী এলাকা বগুড়া-৫ এর অনুমোদিত ৩৭ টি প্রকলেপর বরাদ্দকৃত ১৩০.০০০ মে: টন চালের মধ্যে ১২ টি প্রকল্পের ১ম কিস্তিতে ৩৪.০০০ মে: টন চাল প্রদান করা হয়েছে। ২০১২-২০১৩ অর্থ বছরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের ৪০ দিনের জন্য ২,০৩,৯৮,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউপি হতে শ্রমিকের তালিকা চাওয়া হয়েছে। সাধারণ খাতের বরাদ্দ প্রাপ্ত গম ইউনিয়ন ওয়ারি বিভাজন করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের নিকট হতে প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি চাওয়া হয়। এ ছাড়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বরাদ্দ চাল তাঁর বিভাজন মোতাবেক উপজেলাওয়ারী বিভাজন পত্র এবং প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়।

সিদ্ধান্ত : ১। টি, আর কর্মসূচির আওতায় চলমান প্রকল্প দূরত্ব সম্পন্ন করতে হবে।

           ২। অতি দরিদ্রেদের জন্য কর্ম সৃজন কর্মসূচি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।

১১) উপজেলা শিক্ষা অফিস : সভার কার্যবিবরণী পাওয়া যায়নি।

১২) উপজেলা পল্লী উন্নয়ন অফিস : ক) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান, একটিা বাড়ী একটি খামার প্রকল্পের ৩৫ টি সমিতির ৯৯৫ জন সদস্যর মধ্যে ৮৫.৪৩ টাকা কর্জ বিতরণ করা হয়েছে এবং এ পর্যন্ত আদায় হয়েছে ৩.৫৬ টাকা মাত্র। তিনি বলেন নতুন সমিতি সমূহ নিয়মিত কিন্তি পরিশোধ করছে। কিন্ত পুরাতন সমিতি সমূহ থেকে কিস্তি আদায় হচ্ছে না। সদস্যগণ মেয়াদ শেষে একবারে পরিশোধ করবে মর্মে জানাচ্ছে। তার পরও চেষ্ঠা করা হচ্ছে। আশা করা যায় আসন্ন আমন মৌসুমে ঋণ আদায়  সন্তোষজনক পর্যায়ে উন্নীতি হবে। এ পর্যন্ত সঞ্চয় আদায় হয়েছে ৩২.৭৬ মাত্র। বিআরডিবির অন্যান্য কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।

সিদ্ধান্ত : একটি বাড়ী একটি খামার প্রকল্পের কিস্তি আদায় কার্যক্রম  জোড়দার করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

১৩) সামাজিক বনায়ন বাগান কেন্দ্র ধুনট : ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধুনট এস,এফ,পি,সি সভায় জানান,ধুনট সামাজিক বনায়ন কেন্দ্রে বিক্রয় বিতরণের জন্য ফলজ,বনজ ও ভেজসসহ মোট ৯,০০০ টি চারা মজুদ আছে। ২০১২-২০১৩ অর্থ বছরে মেয়াদ উত্তীণ ০৩ কিলোমিটার বাগান কর্তনের পরিকল্পনা আছে। ধুনট সদর ইউনিয়নে পূর্ব ভরনশাহী ইটভাটা হতে বেলকুচি গ্রাম পর্যন্ত ০১ কিলোমিটার। ২নং চিকাশী ইউনিয়নে আতামন্ডলের বাড়ী হতে চাপড়া পর্যন্ত ০২ কিলোমিটার। উক্ত ৩ কিলোমিটার বাগান কর্তনের পর পূনরায় ৩ কিলোমিটার সৃজন করা হবে।

১৪) উপজেলা জনস্বাস্থ্য অফিস : সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধুনট,বগুড়া প্রতিনিধি উপ-সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ তারাজুল ইসলাম সভায় জানান, তার দাপ্তরিক কাজ স্বাভাবিক ভাবে চলছে। তিনি সভায় আরো জানান চলতি ২০১২-২০১৩ অর্থ বছরে ২৫ টি অগভির তারা নলকুপ বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দের ৫০% মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সুপারিশক্রমে এবং অবশিষ্ট ৫০% ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত স্থান তালিকা অনুয়ায়ী উপজেলা WATSAN কর্তৃক অনুমোদন সার্পেক্ষে চুড়ান্ত হবে এবং সেই চুড়ান্ত অনুমোদিত তালিকা অনুযায়ী নলকুপগুলি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরীয় নিয়ম অনুযায়ী স্থাপন কাজ সম্পর্ণ করা হবে।

সিদ্ধান্ত : বরাদ্দ প্রাপ্ত ২৫ টি অগভির তারা নলকুপ WATSAN কমিটির অনুমোদন সাপেক্ষে স্থাপন করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীকে অনুরোধ করা হলো।

১৫) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস : সভায় অনুপস্থিত।

১৬) উপজেলা সমবায় অফিস : উপজেলা সমবায় অফিসার সভায় জানান, তার বিভাগের বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।

৪। উপজেলা নির্বাহি অফিসারা সভায় জানান, উপজেলা পরিষদ ধুনট কার্যালয়ের জন্য ০৩ টি এর্নাজি বাল্ব ২৮০*৩=৭৮০/- টাকাপ, উপজেলা আবাসিক উত্তরা ভবনের পানির লাইন মেরামত ব্যয়বিল ২,০০০/- টাকা ও উপজেলা পরিষদের আবাসিক করতোয়া ভবনের ইলোকট্রিক লাইন মেরামত ব্যয় বিল ১,০০০/- টাকা। মোট ৩,৭৮০/- টাকা রাজস্ব তহবিল হতে পরিশোধ করা প্রয়োজন।

সিদ্ধান্ত : উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ৩,৭৮০/- (তিন হাজারা সাত শত আশি ) টাকার ব্যয় বিল পরিশোধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

(এ,কে,এম তৌহিদুল আলম মামুন)

        চেয়ারম্যান

    উপজেলা পরিষদ

    ধুনট,বগুড়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিষদ,ধুনট,বগুড়া।

স্মারক নং ০৫.৫০.১০২৭.০০০.০৯.০০৪.১৪-                                               তারিখঃ    ২৬/০৬/২০১৪ খ্রিঃ।

 

অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হলোঃ-

 

১। মাননীয় সংসদ সদস্য,৪০ বগুড়া-৫।

২। জেলা প্রশাসক,বগুড়া।

৩। পরিবালক,স্থানীয় সরকার বিভাগ, রাজশাহী বিভাগ, রাজশাহী।                                                                                   

৪। জনাব/বেগম....................................................ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,ধুনট,বগুড়া।

৫। মেয়র, ধুনট পৌরসভা,ধুনট,বগুড়া।

৬।উপজেলা................................................অফিসার,ধুনট,বগুড়া।

৭। চেয়ারম্যান.........................................(সকল) ইউ,পি,ধুনট,বগুড়া।

৮। জনাব.................................................................................................

৯। গোপনীয় সহকারি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য।

 

 

                                                      (মোঃ হাফিজুর রহমান)

                                                       উপজেলা নির্বাহি অফিসার

                                                      ধুনট,বগুড়া।

                                                    দূরভাষ ঃ ০৫০২৩-৫৬১০১