Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বেড়ে বাঁধ ভান্ডারবাড়ী ইউনিয়ন
বিস্তারিত

প্রাকৃতিক লীলা বৈচিত্র্যের ধুনট উপজেলা বিভিন্ন নদী নালায় পরিপূর্ন । যেমনঃ যমুনা , ইছামতি , বাঙ্গালী , হলহলিয়া, মানাস, ও বৈরা-নদী মরা নদী। উত্তরে এবং পূর্বে  দাও কোপা যমুনা এবং উত্তার হতে পশ্চিম সীমানা তৈরি করেছে বাঙ্গালী নদী। এই দুই নদীর মাঝখানে উর্বর পলিমাটি দ্বারা গঠিতা এলাকাটিই ধুনট উপজেলা স্বাধীনতা উত্তার বাংলাদেশে সর্বনাশা যমুনা নদী ধুনট উপজেলার ঐতিহ্ধুযবাহী গ্রাম বগুড়ার কাশ্মির নামে পরিচিত বৈশাখী ও ধুনটের রত্ন ভান্ডার নামে পরিচিত ভান্ডারবাড়ী সহ নিউসারিয়াকান্দী, আটাচর, শিমূলবাড়ী, বানিয়াজান, শহড়াবাড়ী, কৈয়াগাড়ী, বড়ইতলী, ভূতবাড়ী, চৌবেড়, সোনায়ডাঙ্গা, বথুয়াভিটা, বোয়াল জোড় ও রঘুনাথপুরপ্রামবিলীনকরেদিয়েছে। মাত্র ১৫ বৎসরের ব্যবধানে ভান্ডারবাড়ী ইউনয়ন পরিষদসহ পুকুরিয়া গ্রাম, বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও সমজিদ মন্দির রাক্ষসী যমুনা কেরে নিয়েছে। ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিযনের যমুনা নদীর উপরে বেড়েবাঁধটি অবস্থিত। এ বাঁধ নির্মাণ করায় এ অঞ্চলের অনেক সাধারণ মানুষের  ভাগ্যের উন্নয়ন হয়েছে।