Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বেড়েরবাড়ী ব্রীজ,ধুনট,বগুড়া
বিস্তারিত

ধুনট উপজেলার ১নং নিমগাছী ইউনিয়নে বেড়েরবাড়ী ব্রীজ অবস্থিত। ধুনট উপজেলার ০১ নং নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী ব্রীজ হওয়ায় এ অঞ্চলের সাধারন মানুষের যাতায়াতসহ অনেক উন্নতি হয়েছে। এ ব্রীজ হওয়ার কারনে এ অঞ্চলের মানুষের উৎপাদিত ফসলাদী কষ্টকরে বাজারে নিতে হয় না। এখন তারা খুব সহজেই এব্রীজ হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী এবং ধুনট উপজেলঅর ধুনট বাজার সহ আরও অনেক হাট বাজারে তাদের উৎপাদিত ফসলাদী বেচাকেনা করতে পারে। এছারা এ ব্রীজ হওয়ার কারনে নিমগাছী ইউনিয়ন হয়ে ধুনট উপজেলা হতে বগুড়া জেলা সদরে সহজে যাতায়াত করা যায়। এছারা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্রীজ নাথাকার কারনে সহজে দেখাশোনা করা যেত না যা বর্তমানে অতীসহজে পরিদর্শন করা যাচ্ছে। অনেক অভিভাবক শহরের ভালো স্কুল কলেজে লেখাপড়া করানোর সুযোগ পেয়েছেন। এমনকি অনেক চাকরিজিবি শহরথেকে এসে তাদের নিজ নিজ দায়ীত্ব যথাসময় পালন করতে পারছেন। গুরত্বর অসুস্থ্য ব্যক্তিকে জেলা সদরে উন্নত চিকিৎসা সম্ভব ছিলনা বর্তমানে অতীসহজে চিকিৎসা নিতে পারছে। আইনশৃঙ্খলার কোন অবনতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যথাস্থানে পৌছাতে পারছেন। এলাকার অনেক বেকার যুবক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে বিভিন্ন পেষায় নিয়োজিত হয়েছেন। শুধু তাই নয় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারনে অনেক বিপনী বিতান ও ভাল ভাল মার্কেট গড়ে উঠেছে।